আটক ভারতীয় ৬১ জেলের মুক্তি
প্রকাশ : 2021-03-31 20:02:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশের সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে এসে মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া ভারতের ৬১ জন জেলেকে পুনরায় ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়েছে। দীর্ঘ তিন মাস ১০ দিন হাজতবাসের পর তাদের মুক্তি দেয় বাগেরহাট নিম্ন আদালতের বিচারিক হাকীম। মুক্তি পাওয়া এসব জেলেদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার খুলনা প্রতিনিধির মাধ্যমে বিকেলে তাদের পুনরায় ভারতে পাঠানো হয়েছে বলে জানায় মোংলা উপজেলা প্রশাসন।
এর আগে, বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্টগার্ড মাছ ধরার জাল ও ভারতীয় ফিশিং ট্রলারসহ তাদের আটক করে। সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে সেসময় তাদেরকে মোংলা থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। এসব জেলেদের মধ্যে অধিকাংশের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী জানায়, ভারতীয় জেলেরা বিভিন্ন সময় সীমা লঙ্ঘন করে বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়। এসময় বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী ও কোষ্টগার্ড সদস্যরা তাদের অভিযান চালিয়ে আটক করে। এদের দেশীয় সমুদ্রসীমা লঙ্ঘন করার অপরাধে মামলা দায়ের শেষে জেল হাজতে পাঠানো হয়েছিল।
প্রায় ৩ মাস হাজত বাসের পর আজ তাদের আদালতের মাধ্যমে জামিন পেয়ে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, উপজেরা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও থানা অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে থানার জিম্মায় থাকা মালামালসহ তাদের নিজ দেশ ভারতে পাঠানো হয়েছে।
মোংলা থানার এস আই বিশ্বজিৎ মূখার্জী বলেন, আটক হওয়া ওইসব জেলেদের সাথে জব্দ হওয়া শঙ্খদ্বীপ, স্বর্ণতারা, মা-মঙ্গলচন্দী ও মা শিবানী নামে পাঁচটি ভারতীয় ফিশিং ট্রলার এবং এ ট্রলারে থাকা মাছ ছাড়া অন্য সকল মালামাল তাদের বুঝিয়ে দিয়ে নিজ দেশে ফেরত জাওয়ার জন্য সকল ব্যাবস্থা করেছে উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ।
মুক্তি পাওয়া ৬১ জন ভিনদেশি এসব জেলেদের নামে আটক হওয়ার সময় তিনটি মামলা দেওয়া হয়েছিল বলেও জানান পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ মুখার্জী।