আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ 

প্রকাশ : 2024-11-13 11:18:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ 

উত্তর অঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা বাস মালিক সমিতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, মাহফুজ আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা বলেন, উত্তরাঞ্চল থেকে ছাত্র আন্দোলনের সূত্রপাত হলেও দেশের দক্ষিণাঞ্চলকে প্রাধান্য দেয়া হচ্ছে। একের পর এক উপদেষ্টাও নিয়োগ দেয়া হচ্ছে সেদিক থেকে। বর্তমানে ১৩ জনের মত দ্বায়িত্ব পেয়েছেন। কিন্তু উত্তরাঞ্চলে অনেক যোগ্য লোক রয়েছেন তাদের কাউকেই উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে না। অচিরেই উত্তরাঞ্চলের সাথে বৈষম্য নিরসন করতে হবে।

কা/আ