আজ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

প্রকাশ : 2023-03-09 13:44:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আজ  জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান, ভূমি ব্যবহারেরর বৈচিত্র্যতা, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন এর কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এছাড়াও অসংখ্য নদনদী, উপকূলভাগের গঠন প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রভৃতি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। দূর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে দুর্যোগের প্রস্তুতি রাখা প্রয়োজন। প্রস্তুতি বিভিন্ন রকম হয়ে থাকে যেমন প্রাথমিক প্রস্তুতি, শুকনা দূর্যোগ পূর্বাভাস পেলেই শুকনা খাবার, টাকা, ক্ষুদ্র স্বর্নালঙ্কার ইত্যাদি সংরক্ষণ করা, ছোট শিশু, বৃদ্ধ ও গবাদী পশুদের সাবধানে রাখা। তাছাড়া দীর্ঘমেয়াদী প্রস্তুতির জন্য প্রয়োজন আশ্রয়কেন্দ্র স্থাপন, বেশি বেশি বৃক্ষরোপন, বনাঞ্চল রক্ষা । ইতোমধ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারী ও বেসরকারী এন জি ও গুলো দূর্যোগ প্রস্তুতি নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 
 
২০১৬ সাল থেকে প্রতিবছর মার্চের ১০ তারিখ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস হিসাবে পালন করা হয়। ২০২৩ সালে এই দিবসের প্রতিপাদ্য বিষয় 'স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়।'