আজ আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস

প্রকাশ : 2022-11-23 11:44:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আজ আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস

আজ আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস। সারা বিশ্বের জোরপূর্বক চুপ করিয়ে দেয়া শিল্পী, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ এবং লেখকদের জন্যে ন্যায়বিচার দাবি করে আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস ২০১১ সালের ২৩শে নভেম্বর তারিখে এই দিবসের প্রথম সূচনা করে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেসন এক্সচেঞ্জ’ বা আইফেক্স ‘ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেসন এক্সচেঞ্জ [আইএফইএক্স]।

বিশ্বজুড়ে বাকস্বাধীনতা সঙ্কুচিত হবার একটি বড় কারণ হচ্ছে অপরাধীদের দায়মুক্তি। সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রতি ১০টি অপরাধের মাত্র একটিতে সাজা পাচ্ছে অপরাধী। ফলে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। বিচারহীনতার এ সংস্কৃতি বন্ধ করার জন্যই প্রতি বছর জাতিসংঘের স্বীকৃত ‘ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইমপিউনিটি ফর ক্রাইমস এগেইনস্ট জার্নালিস্টস’ দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে।