আচরণবিধি লঙ্ঘনের দায়ে রেলমন্ত্রীকে শোকজ

প্রকাশ : 2023-12-26 19:47:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রেলমন্ত্রীকে শোকজ

পঞ্চগড়ে নৌকা শিবির থেকে বলা হয় ভোট দিতে না গেলে তাদের তালিকা করাসহ বিভিন্ন হুমকি দেয়ার ঘটনায় পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণ বিধি লঘন করে এমন বক্তব্য দেয়ায় মঙ্গলবার রেলপথ মন্ত্রীকে  শোকজ করা হয়। 

জানা যায়, পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গত ২৩ ডিসেম্বর পঞ্চগড়-২ আসনের তার নির্বাচনী এলাকা দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে রাখার হুমকি দেন। তিনি বলেন, একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দিবেন না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তা হলে ভোট দেয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। একটিতে কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে, আর একটিতে কারা যাচ্ছে না। আপনি সরকারি সুযোগ সুবিধা নিবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না। আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাকে ভোট দেন। কিন্ত ভোট কেন্দ্র গিয়েই ভোট দেন। যারা ভোট দিবেন না তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।  সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় আরেক নির্বাচনী সভায় একই বক্তব্য পুনরাবৃত্তি করেন মন্ত্রী। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নিয়ে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড় আদালতের সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী মো. নূরুল ইসলাম সুজনকে শোকজ করেন। সেখানে তাকে বুধবার বেলা ১২ টায় স্ব শরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেন।