আগামী প্রজন্মকে যেনো টেকসই উন্নয়নে সামিল করতে সবুজায়ন গড়ে তুলতে হবে 

প্রকাশ : 2025-07-24 19:40:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আগামী প্রজন্মকে যেনো টেকসই উন্নয়নে সামিল করতে সবুজায়ন গড়ে তুলতে হবে 

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেছেন  আমরা যেনো ভবিষ্যত প্রজন্মকে টেকসই উন্নয়নে সামিল করতে পারি সে লক্ষ্যে সবুজায়ন ভূমি গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে বৃক্ষ রোপনে যত্নবান হতে হবে।

তিনি প্রধান অতিথি হিসেবে বৃহষ্পতিবার (২৪জুলাই) বিকেলে পঞ্চগড় অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৃক্ষ রোপন অভিযান ও বৃষ্ক মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। 

এবারে ‘‘পরিকল্পিত বনায়ন করি. সবুজ বাংলাদেশ গড়ি’’ এই শ্লোগানে দেশব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বেএসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুর আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক নূরন্নাহার।

তিনি বলেন পৃথিবীতে আমাদেরকে এই বৃক্ষ জীবন স্বাছন্দ্যতা দিয়েছে। ইউক্লিপটার্স গাছ আন্ডার গ্রাউন্ড ওয়াটারকে সার্ক করছে। এতে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছ থাকবেনা। জনগনকে এ বিষয়ে সচেতন হতে হবে।এই গাছ আমাদের সুবজ করে রেখেছে। 

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি আরো বলেন এখন শহর-বন্দর গ্রাম সব জায়গায় নার্সারি রয়েছে।এটি একটি সবুজ বিপ্লব। গাছ আমাদের অক্্িরজেন দেয়। বিগত মহামারির সময় আমরা তার অভাব বুঝেছি।এই ইউক্লিপটার্স গাছ লাগানো হলে বা তা অপসারন করা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এর আগে তিনি ফিতা ও বেলুন উড়িয়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন।