আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা
প্রকাশ : 2025-12-01 10:56:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমাবাদ গ্রামের বাসিন্দা আবু মুসা ওরফে মুছা মিয়া কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকালে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’
ওসি হাসান জামিল খান বলেন, ‘সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামের বিলে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলা কাটা রক্তাক্ত লাশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কা/আ