আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের ৩ দফা

প্রকাশ : 2024-12-29 13:57:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের ৩ দফা

আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠোনো সশস্ত্র বাহিনীর সদস্যরা তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের এ অবরোধের কারণেই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। তাদের পরিবারের সদস্যরাও কর্মসূচিতে যোগ দেন। 

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোবারক হোসেন বলেন, তারা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাদের এ কর্মসূচি পালন করে। এর ফলে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। এরপর দুপুর একটার দিকে সেনানিবাস থেকে কয়েকজন সেনা কর্মকর্তা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনকারীরা সেনা কর্মকর্তাদের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করে চলে যান।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো :     

  •  বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছেন, তাদের চাকরিচ্যুতির সময় থেকে বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।
  •  যদি কাউকে কোনো কারণে চাকরিতে পুনর্বহাল করা না যায়, তাহলে সব সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের আওতায় আনতে হবে।
  •  যে আইনি কাঠামো ও বিচার ব্যবস্থায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তার সংস্কার করতে হবে।

সা/ই