আইনমন্ত্রী হাসপাতালে ভর্তি, সুস্থতায় দোয়া কামনা

প্রকাশ : 2024-05-25 13:07:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আইনমন্ত্রী হাসপাতালে ভর্তি, সুস্থতায় দোয়া কামনা

ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, আইনমন্ত্রী অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে পরেন আনিসুল হক। চিকিৎসকরা পরীক্ষা করে সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তি হন। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন।