আংশিক লকডাউনের পরামর্শ দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : 2021-03-29 16:15:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আংশিক লকডাউনের পরামর্শ দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

আজ সোমবার হৃদ্‌রোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি, সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় তালিকা দিয়েছি। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’ তিনি আরও বলেন, ‘সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত শয্যা আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউয়ের লোকবল বাড়াতে পারব না।’

সরকারকে কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোকসমাগম সীমিত করার পরামর্শও মন্ত্রণালয় দিয়েছে বলে জানান মন্ত্রী।

করোনাভাইরাসের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ মাসের টিকা আমরা পাইনি। প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে কেনা টিকার বিষয়ে বলেছেন। কোভ্যাক্সের টিকা পেতে মে-জুন মাস সময় লাগবে। টিকা পেতে দেরি হলে আমাদের অন্য পরিকল্পনা করতে হবে।’