অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে, যুক্তরাজ্যের আদালতের রায়

প্রকাশ : 2021-12-10 20:12:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে, যুক্তরাজ্যের আদালতের রায়

 

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ নিয়ে মামলার সর্বশেষ ধাপে মার্কিন সরকার জিতেছে।  যুক্তরাজ্যের আদালত রায় দিয়েছে, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে।

তবে ব্রিটিশ আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আইনজীবী পরিষদ আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ আদালতের এক রায়ে বলা হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না। 

তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে মার্কিন সরকার।  আপিলের শুনানি শেষে শুক্রবার ব্রিটিশ আদালতের বিচারক রায় দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে এই রায় দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্র আশ্বাস দেয় যে, অ্যাসাঞ্জকে দেশে নেওয়া হলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে না। 

২০১০ ও ২০১১ সালে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।