অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

প্রকাশ : 2023-11-11 11:00:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিশ্বকাপে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আফগানদের উড়িয়ে উড়ন্ত শুরু করলেও পরের সাত ম্যাচে জয় স্রেফ একটি। এবার জয় দিয়ে আসর শেষ করার আশা নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে খেলা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর অভিযানে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ভারপ্রাপ্ত দায়িত্বে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে আগের আট ম্যাচের একাদশে তিন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তারা নামছে দুই পেসার নিয়ে। পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

একাদশে মোট পরিবর্তন করা হয়েছে তিনটি। আঙুলের চোটে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। এছাড়া বাইরে রাখা হয়েছে শরিফুল ইসলাম ও তানজিম হাসানকে। তাদের জায়গায় এসেছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান ও মুস্তাফিজ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।