অস্কার জিতলো ইউক্রেন যুদ্ধের প্রামাণ্যচিত্র

প্রকাশ : 2024-03-11 11:19:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অস্কার জিতলো ইউক্রেন যুদ্ধের প্রামাণ্যচিত্র

প্রথমবারের মত অস্কার গেলো ইউক্রেনে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার জিতলো ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’। ইউক্রেন যুদ্ধের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন পুলিৎজার পুরস্কার জয়ী ইউক্রেনিয়ান সাংবাদিক মিস্তিস্লাভ চেরনোভ। রুশ আক্রমণের পর অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনের মারিউপোলে শহরে ২০২২ সালের মার্চে ২০ দিন কাটিয়েছেন তিনি। ভিডিও সাংবাদিক হিসেবে তখন অনেক ফুটেজ ধারণ করেন এই তরুণ। সেগুলো নিয়েই প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন তিনি।

গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। চলতি বছর বাফটা ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে এটি। ১ ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্র ৭৮তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেখানো হয়েছে।

তবে অস্কারজয়টা মিস্তিস্লাভ চেরনোভের কাছে যেন হরিষে বিষাদ। পুরস্কার গ্রহণের পর মঞ্চের পেছনে সংবাদমাধ্যমের সামনে গিয়ে এমন প্রতিক্রিয়াই দেখিয়েছেন তিনি। তার কথায়, ‘আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে আছে ইউক্রেনে। সেখানে মানুষ প্রাণ হারাচ্ছে, ঘর হারাচ্ছে, জমিজমার জন্য লড়াই করছে।’ 

তিনি আরও বলেন, ‘মারিউপোল দখল হয়ে যাওয়ার পর প্রায় দুই বছর কেটে গেছে, প্রতিদিন আমরা মারিউপোলসহ অন্যান্য শহরের কথা ভাবি। আমার এই প্রামাণ্যচিত্র সেসব শহরকে প্রতিনিধিত্ব করে যেগুলো ধ্বংস হয়ে গেছে। এটি বিশ্বকে মনে করিয়ে দেয়, কীভাবে এই আক্রমণ বন্ধ করা যায়। আশা করি, অস্কারজয়ের ফলে প্রামাণ্যচিত্রটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তারা আমাদের বাস্তবতা দেখবে।’ 

ইউক্রেনের ইতিহাসে প্রথম অস্কারজয়ের পর মিস্তিস্লাভ চেরনোভ বলেন, ‘যদি এই প্রামাণ্যচিত্র কখনোই না বানাতে পারতাম! অস্কারমঞ্চে এমন কথা বলা সম্ভবত আমিই প্রথম পরিচালক। রাশিয়ার সঙ্গে এই পুরস্কার বিনিময় করতে চাই যাতে ইউক্রেনে আর কখনোই তারা হানা না দেয় এবং আমাদের শহরগুলোতে যেন আর আক্রমণ না চালানো হয়। কিন্তু আমি ইতিহাস পরিবর্তন করতে পারবো না। একইভাবে অতীতকে বদলানো যায় না। তবে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান কিছু মানুষসহ আমরা সবাই মিলে নিশ্চিত করতে পারি, ইতিহাস সঠিকভাবে তুলে ধরা ও সত্যের জয় হবে এবং মারিউপোলের জনগণ ও যারা জীবন দিয়েছেন তাদের কথা কখনোই ভুলে যাবো না। কারণ সিনেমা স্মৃতি তৈরি করে। আর স্মৃতিই ইতিহাস তৈরি করে।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর ৫টা) ৯৬তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

এবারের আসরে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ ছাড়াও তিউনিসিয়ার কাওতার বেন হানিয়া পরিচালিত ‘ফোর ডটার্স’, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নির্মাতা নিশা পাহুজার ‘টু কিল অ্যা টাইগার’, “ববি ওয়াইন: দ্য পিপল’স প্রেসিডেন্ট” ও ‘দ্য এটারনাল মেমোরি’ মনোনয়ন পেয়েছে।

 

সা/ই