অশুভ পাকের ফল - ওমর ফারুক 

প্রকাশ : 2025-05-18 11:35:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অশুভ পাকের ফল - ওমর ফারুক 

"অশুভ পাকের ফল"
ওমর ফারুক 

চারদিকে কতো মতবাদ, হরেক যুক্তি
কথার পিঠে কথার ঠেক,
উদ্ভট নানা শ্লোগান, ব্যানার -ফেস্টুন
বিচিত্র চিন্তার বহর। 

আবার ওসিয়ত, ফরমায়েশ জমকালো 
নানা গাছের ছাল-বাকলের সমন্বয়ে বুর্জোয়া মতবাদ 
ঠকে যাওয়া মানুষের ঠকানো উপায়,
আরও বেশি অন্ধকার জমাট সুতোয়, 
সোজা আঙুলে এখন আর তর্ক জমে না
বেশ্যার ভাতের হোটেল স্বীকৃতি চায়,
স্বাধীনতা বিরোধী সুশীল প্রায়।

জমকালো আয়োজনে প্রশংসা কুড়োয় 
বেশভূষায় সুফিদের চলনবলন, 
জিন্দাপীরের বিচরণ অফিস পাড়ায়। 
স্বপ্নে আসে কোমলমতি হুর-গেলমান
উজিরে খামোখা ঠাটবাটে প্রকাশ। 

অগুণতি মানুষের বেরহম আকুতি আর্তচিৎকারে ভস্ম
কেবল ঝলসে উঠে বাঙালির ভয়ার্ত মুখ
ফের যেন বাগে আসে সফেদ সুফি
হিসেবে চুকিয়ে যাবে মুক্ত খঞ্জরে।

 

কা/আ