অর্ধ কোটি টাকার ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ : 2022-09-23 17:28:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অর্ধ কোটি টাকার ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে রাস্তার পাশে থাকা দুইটি মাটি কাটা গাড়ি [Excavator] পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় গাড়ি দুইটিতে শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়।শুক্রবার সকালে স্থানীয়রা গাড়ি দু’টিতে আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে গাড়ির মালিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল মিয়া ও পার্শ্ববর্তী খোকসা গ্রামের রাশিদুল ইসলামকে  খবর দেয়। খবর পেয়ে গাড়ি দুইটির মালিক ঘটনাস্থলে গিয়ে দেখার পর কান্নায় ভেঙে পড়েন। মুকুল মিয়া ও রাশিদুল ইসলাম জানান, এতে বর্তমান বাজার দরে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেন নি তারা। এ ব্যাপারে মুজিবনগর থানায় জিডি করার প্রস্ততি চলছে। এদিকে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।