অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-05-31 20:33:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে ২০২২সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঐ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে ও বিদ্যালয়ের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল  ইসলাম।

ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ, আবু সাফি, শাহিনুর রহমান ও শিক্ষক প্রতিনিধি সারওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নারগীছ আক্তার, মাছুরা খানম, কামরুন্নাহার, সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমূখ।