অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের দণ্ড

প্রকাশ : 2023-02-05 12:35:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবৈধভাবে বালু উত্তোলনের  দায়ে ৩ জনের দণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলার করতোয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন তাদের এই দণ্ড দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চণ্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রাহীম আলী (২২) এবং লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়া (২১)।

এর মধ্যে জুয়েল মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা না দিলে আরও ১৫ দিন দণ্ড ভোগ করতে হবে

বিজ্ঞাপন

এ ছাড়া ইব্রাহীম ও আসিফ প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন ইউএনও।

গোবিন্দগঞ্জের ইউএনও মো. আরিফ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তিনি অভিযানে যান। এ সময় তাদের আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দণ্ড দেওয়া হয়।