অবশেষে শেষ হলো অপেক্ষা, প্রথম শিরোপা জয় লাইপজিগের 

প্রকাশ : 2022-05-22 10:13:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবশেষে শেষ হলো অপেক্ষা, প্রথম শিরোপা জয় লাইপজিগের 

ফুটবলের আঙিনায় পথচলা শুরুর আট বছরের মধ্যে শীর্ষ সারিতে উঠে আসা। বুন্ডেসলিগায় অভিষেকেই তাক লাগিয়ে দেওয়া। মাঝে চ্যাম্পিয়ন্স লিগেও চমক জাগানো পারফরম্যান্স। তবে মেজর কোনো শিরোপার দেখা মিলছিল না। লাইপজিগের অপেক্ষা অবশেষে শেষ হলো। ফ্রেইবুর্ককে হারিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন হলো দেশটির ফুটবলের নতুন পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখা লাইপজিগ।

বার্লিনে শনিবার (২১ মে) জার্মানির দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতাটির ফাইনালের পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জিতেছে অনেকটা সময় একজন কম নিয়ে খেলা লাইপজিগ। নির্ধারিত সময় ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

প্রথমবার ফাইনালে উঠেই রাঙানোর উপলক্ষ পেয়েছিল ফেইবুর্ক। ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে গিয়েছিল তারা মাক্সিমিলিয়ান এগাস্টাইনের গোলে। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। ৫৭তম মিনিটে ডিফেন্ডার মার্সেল সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় লাইপজিগ। তবে তাতে একটুও দমে যায়নি তারা। ৭৬তম মিনিটে ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকুর গোলে সমতায় ফেরে এর আগে দুইবার এর ফাইনালে ওঠা লাইপজিগ। পরে টাইব্রেকারে গড়ানো লড়াইয়ে আর কোনো ব্যর্থতা নেই তাদের। চার শটের সবকটিতেই গোলের দেখা পায় দলটি। তৃতীয়বারের প্রচেষ্টায় উঁচিয়ে ধরল ট্রফি।

২০০৯ সালে যাত্রা শুরুর পর জার্মান ফুটবলের পঞ্চম সারি থেকে বলা যায় লাফিয়ে লাফিয়ে ২০১৬-১৭ মৌসুমে বুন্ডেসলিগায় পা রাখে লাইপজিগ। প্রথম আসরেই তারা অবিশ্বাস্যভাবে হয়ে যায় রানার্সআপ। ২০২০-২১ আসরেও চ্যাম্পিয়ন বায়ার্নের পেছনে থেকে লিগ শেষ করে তারা। আর এর মাঝে ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে উঠেছিল দলটি। সেখানে পিএসজির কাছে হেরে বিদায় নেয় তারা। অবশেষে এবার অনেক প্রচেষ্টার ফল পেল লাইপজিগ। জয় করল আরাধ্য শিরোপা।