অবশেষে খুলে দেওয়া হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের সব ফেরি
প্রকাশ : 2021-05-12 20:18:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে খুলে দেওয়া হয়েছে সব ঘাট ও যাত্রীবাহী ফেরি। পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রীবাহী গাড়িও পারাপার চলছে।
বিআইডব্লিউটিসি সূত্রে বলা হয়, যাত্রীদের প্রচণ্ড চাপে খুলে দেওয়া হয়েছে সব ঘাট। এর আগে সকালে ভিড়ে হুড়োহুড়ি করতে গিয়ে ৫ জন যাত্রী নিহতের খবর পাওয়া যায়। এরপরেও এই রুটে হাজার হাজার মানুষ ঈদে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ায় সীমিত পরিসরে চালু ফেরিতে পারাপার হতে দেখা গেছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষের বাড়ি যাওয়া ঠেকানো যায়নি। যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটতেও দেখা গেলো। ঘাট ও তৎসংলগ্ন এলাকায় অনেক স্থাপনা আছে। তারা ক্ষুব্ধ হয়ে সেসবের ক্ষতি ঘটাতে পারে সেই শঙ্কা থেকে ঘাট ও ফেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জায়গায়তো কিছু অশুভ চক্র সক্রিয় থাকে।’