অবশেষে ওমানে গিয়ে তাদের সেই খরা কাটলো

প্রকাশ : 2021-10-09 12:16:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অবশেষে ওমানে গিয়ে তাদের সেই খরা কাটলো

ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটে যেন রানখরা চলছিল। অবশেষে ওমানে গিয়ে তাদের সেই খরা কাটলো।

সেখানকার স্পোর্টিং উইকেটে রীতিমত রান উৎসব করলেন নাঈম শেখ, লিটন দাস, নুরুল হাসান সোহানরা। পরে ম্যাচে ৬০ রানের বড় জয়ের দেখাও পেয়েছেন তারা।

শুক্রবার ওমান 'এ' দলের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ একাদশ। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন লিটন কুমার দাস। ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার।  

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ পিঠের সমস্যার কারণে এই ম্যাচে খেলেননি। এছাড়া আইপিএলের কারণে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপ স্কোয়াড থেকে এই প্রস্তুতি ম্যাচের একাদশে ছিলেন না তাসকিন আহমেদও। অন্যদিকে ওমান 'এ' দলকে নেতৃত্ব দিয়েছেন দুটি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার আমির কালিম।

ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন ও নাঈম। দুজনে মিলে ১১.২ ওভারে গড়েন ১০২ রানের জুটি। শ্রীবাস্তবার বলে ৩৩ বলে ৬ চার ১ ছক্কায় ৫৩ রান করা লিটনের বিদায়ে এই জুটির অবসান হয়। ৩২ বলে ফিফটি করা লিটন ব্যাট করেছেন ১৬০.৬০ স্ট্রাইক রেটে। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সরকার বেশিদূর যেতে পারেননি। ৭ বলে ৮ রান করে আউট হয়ে গেছেন।

সৌম্যের পর কোনো রান না করেই বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ব্যর্থ হয়েছেন আফিফ হোসেনও। কিন্তু অন্যপ্রান্তে ঠিকই দারুণ ব্যাটিং চালিয়ে যান নাঈম। ৫৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি। কিন্তু এরপর রীতিমত ঝড় তোলেন নুরুল হাসান ও শামিম হোসেন। মাত্র ১৫ বলে অপরাজিত ৪৯ রান করেন সোহান। তার ইনিংসে কোনো চার নেই, ছক্কা ৭টি! আর শামিম ১০ বলে করেন ১৯ রান। ১ চার ও ২ ছক্কায় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনিও।  

জবাব দিতে নেমে নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে পারে ওমান 'এ' দল। স্বাগতিকদের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন শোয়েব খান। আর শেষদিকে রফিউল্লাহ ১৪ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাঝে মেহরান খান ও রৌফ আতাউল্লাহ দুজনেই ১৯ রান করেন।  

বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন শরিফুল। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচে ২ উইকেট ঝুলিতে পুরেছেন সাইফউদ্দিন। এছাড়া নাসুম, মেহেদী হাসান এবং আফিফ হোসেন ১টি করে উইকেট তুলে নিয়েছেন। তবে সৌম্য সরকার ৩ ওভারে ৩৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি।

এরপর দুটি অফিসিয়াল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার।