অফিস সহকারীর অপসারণের দাবিতে শিবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ  

প্রকাশ : 2025-02-24 17:55:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অফিস সহকারীর অপসারণের দাবিতে শিবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ    

বগুড়া শিবগঞ্জে আলাদীপুর ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারী আব্দুল মোমিনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  

রবিবার  (২৩  ফেব্রুয়ারি) দুপুরে  মোকামতলা - জয়পুরহাট সড়কে  অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এতে রাস্তার দু-পাশে দীর্ঘ  যানজটের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ওই স্কুলের সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্সেদ ঘটনাস্থলে যান। পরে মাধ্যমিক শিক্ষা অফিসারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাদ্রাসার সামনে অবস্থান নেয়। একে জোর হতে থাকে সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকৃন্দ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে,  শিক্ষক না হয়েও শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও শ্লীলতাহানিতা করা, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা, জন্ম নিবন্ধনের ভুল সংশোধন ও সার্টিফিকেটের কথা বলে নিয়ম বর্হিভূতভাবে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।


শিক্ষার্থীদের স্থানীয়  অভিভাবক ফজলুর রহমান,  বজলুর রশিদ বলেন উক্ত অফিস সহকারী একজন নারী লোভী। সে অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতো। তার চরিত্র ও দুর্নীতি বিষয়ে একাধিকবার মাদ্রাসার অধ্যক্ষকে জানালেও তিনি এ বিষয়ে কোন প্রদক্ষেপ নেন নি। এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমান বলেন  উক্ত অফিস সহকারী বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছি। বেশ কয়েক বার   তাকে সতর্ক করার পরও সে এধরণের অপকর্ম চালিযে যাচ্ছে।  আমাদের মাদ্রাসায় বর্তমান কোন কমিটি নাই   তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ বলেন বিষয়টি আমরা যেভাবে আমলে নিয়েছি এর সুস্ঠ তদন্ত হবে এর ব্যাবস্থা হবে। এ প্রর্যন্ত কোন অন্যায়করী পার পেয়েছে আমার জানা নাই এবং এই অন্যায়ের ব্যাবস্থা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।