অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : 2025-01-12 18:32:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন,আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনারর যদি কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বলে মন্তব্য করেছেন-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার দুপুর ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প দেওয়া হয়।
এসময় তিনি আরো বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করব অপরাধ যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না, আইনশৃঙ্খলা বাহিনীকে, উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন ভবিষ্যতে কে ক্ষমতা আসবে তখন দেখা যাবে ।
ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ বিপ্ল কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী,বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র প্রমুখ ।