অন্যের হয়ে প্রক্সি সরকারি চাকরির মৌখিক পরীক্ষায়, আটক ৩
প্রকাশ : 2024-05-08 16:06:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিন জন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন। বুধবার (৮ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে মৌখিক পরীক্ষার সময় তারা ধরা পড়েন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ।
এর আগে গত ৩ মে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে আব্দুর রৌফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ এর অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সা/ই