অতিরিক্ত পুলিশ সুপার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ : 2022-07-21 12:09:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অতিরিক্ত পুলিশ সুপার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লাবণি আক্তারের ওড়না পেঁচানো লাশ মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, (২১ জুলাই) ভোর রাতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ বৃহস্পতিবার লাশটি উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবণি আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিদর্শক মোশারফ জানান, উদ্ধারের পর এএসপি লাবণির লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।