অক্সিজেন কারখানা চেয়ে ফের মোদিকে চিঠি লিখলেন মমতা
প্রকাশ : 2021-05-14 22:15:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অক্সিজেন নিয়ে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন কারখানা করতে চায় রাজ্য। মোট ৭০টি করাখানা করতে চায় রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র মাত্র ৪টির অনুমতি দিয়েছে।
এর আগে ১২ মে করোনাভাইরাসের টিকা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিদেশ থেকে টিকা আমদানির প্রস্তাবও দিয়েছেন মমতা। তার পরামর্শ, ‘টিকাকরণই যখন সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় তখন টিকার জন্য এবার বিদেশি সংস্থাগুলোর শরণাপন্ন হোক কেন্দ্রীয় সরকার।’
অক্সিজেন সংকট মেটাতে কেন্দ্রের বিভিন্ন হাসপাতালে এই 'পিএসএ' অক্সিজেন প্লান্টগুলি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের তরফে 'ডিআরডিও' এবং 'এনএএইচআই' এর মাধ্যমে এই প্ল্যান্টগুলি বাংলার বিভিন্ন হাসপাতালেও তৈরি করে দেওয়ার কথা। এই প্লান্টগুলি বাতাস থেকে সরাসরি অক্সিজেন তৈরি করতে পারে। তাই এই সংকটের আবহে অত্যন্ত উপযোগী। কিন্তু রাজ্যের দাবি, শুরুতে রাজ্যের অক্সিজেন সংকটের কথা ভেবে কেন্দ্র একটা নির্দিষ্ট সংখ্যক 'পিএসএ' প্লান্ট বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে তা দফায় দফায় কমানো হয়ছে। ভারতের প্রধানমন্ত্রী শুরুতে ৭০টি প্লান্ট তৈরির প্রতিশ্রুতি দিলেও, এখনও পর্যন্ত মাত্র ৪টি প্লান্ট তৈরি হয়েছে বলে জানা যায়।