অক্টোবরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৯১ শতাংশ: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : 2022-11-08 13:55:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চলতি বছর অক্টোবরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা গত সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১ শতাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) গত মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১ শতাংশ।
গত আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতির পারদ ৯ দশমিক ৫ শতাংশে উঠেছিল। অর্থনীতির গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই সূচক ১২ বছর বা এক যুগের মধ্যে সর্বোচ্চ।
২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এর পর আর এই সূচক ৯ শতাংশের ওপরে উঠেনি। সংবাদ সম্মেলনে গত অক্টোবরে দেশে পণ্য ও সেবার দাম কিছুটা কমেছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।