অক্টোবরেই সড়ক, রেল ও নৌপথে ঝরেছে ৫০২ প্রাণ, এক তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী

প্রকাশ : 2023-11-10 18:49:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অক্টোবরেই সড়ক, রেল ও নৌপথে ঝরেছে ৫০২ প্রাণ, এক তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী

চলতি বছরের অক্টোবর মাসের ৩১ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ৪৩৭ জনের, যাদের মধ্যে এক তৃতীয়াংশই বাইক আরোহী বলে জানা গেছে।  

আজ শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এতে বলা হয়, গত অক্টোবর মাসে ৪২৯টি সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬৮১ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৩১টি। এতে প্রাণ গেছে ১৪৪ মোটরসাইকেল আরোহীর। তাছাড়া আহত হয়েছেন আরও ৭৬ জন। মোটরসাইকেল দুর্ঘটনার এই সংখ্যা মোট সড়ক দুর্ঘটনার ৩১%, আর মৃত্যুর সংখ্যা ৩৩%।

এই সময় রেলপথে ২৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও আহত হয়েছেন দুজন। 

মোটরসাইকেলের পর ২৩.৯৩% ট্রাক, পিকআপ, কভার্ডভ্যান বা লরি; ২১.৮০% বাস; ১৮.৬১% ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক; ৩.১% অটোরিকশা; ২.৬৫% নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর বা লেগুনা; ৫.১৪% ঘটনায় কার, জিপ বা মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, অক্টোবরে সড়কে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের মধ্যে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১২০ জন চালক, ৩৬ জন পথচারী, ২৮ জন পরিবহন শ্রমিক, ৫২ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, ৬৮ জন নারী, ৩০ জন শিশু, দুইজন সাংবাদিক, দুইজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।