অকালে চলে গেলেন আতিকুর রহমান বাবু

প্রকাশ : 2022-10-31 23:04:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অকালে চলে গেলেন আতিকুর রহমান বাবু

আজ ( সোমবার)  রাত ৭:৩০ মিনিটে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম  কুমারভোগের আব্দুল মান্নান বেপারীর ছেলে আতিকুর রহমান বাবু বেপারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

গত ২৬ অক্টোবর বুধবার বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার তাকে আইসিওতে নেয়া হয়। সেখানে অবস্থা আরো খারাপের দিকে গেলে শুক্রবার  বাবুকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনদিন লাইফ সাপোর্টে দিয়ে রাখার পর আজ রাতে কর্তব্যরত ডাক্তার বাবু মৃত্যু বরণ করেছে বলে জানান।

আতিকুর রহমান বাবুর অকাল মৃত্যুতে লৌহজংয়ে শোকের ছায়া নেমে আসে। মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমেলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সহ সম্পাদক মর্তুজা খান, অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, গ্রামনগর বার্তার সম্পাদক অলক কুমার মিত্র প্রমুখ শোক বার্তা জানান।