'টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু ভারত-ইংল্যান্ড লড়াই হবে ভাবলে ভুল হবে'

প্রকাশ : 2021-04-06 09:54:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

'টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু ভারত-ইংল্যান্ড লড়াই হবে ভাবলে ভুল হবে'

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা ভারত আর ইংল্যান্ডের মধ্যে হবে, এরকম মনে করছেন অনেকেই। কিন্তু মইন আলি একেবারেই তা মানতে নারাজ। ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন, অন্য দলগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে।

একটি ওয়েব সাইটে দেওয়া সাক্ষাৎকারে মইন বলেন, ‘সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই শুধু ভারত আর ইংল্যান্ডের মধ্যে লড়াই হবে, এরকম ভাবলে ভুল হবে। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে বাদ দেব কী করে? টি-টোয়েন্টি খেলাটাই এমন, যেকোনো দল যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। বাংলাদেশের মতো দলও অত্যন্ত বিপজ্জনক।’

নিজের দল সম্পর্কে মইন বলেন, ‘আমরা খুব শক্তিশালী দল ঠিকই। কিন্তু নিজেদের দক্ষতা ঠিক মতো চালিত করাটা প্রয়োজন। তাহলেই হবে। আপনিই ফল পাওয়া যাবে। নিজেদের মান অনুযায়ী যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’

ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারতে হলেও মইন নিজেদের জন্য যথেষ্ট ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। বলেন, ‘দুই দলই অত্যন্ত উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছে। দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অভিজ্ঞতা আমাদের খুব কাজে লাগবে। আমরা দুই দলই পরস্পরের শক্তি, দুর্বলতা সম্পর্কে জেনেছি। ভারতীয় দলে বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার আছে। ওরা তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে। আমাদের যথেষ্ট ভাল অভিজ্ঞতা হয়েছে।’সূত্র : আনন্দবাজার