36 C
Dhaka
Saturday, September 26, 2020
No menu items!
More

  খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে: হাছান মাহমুদ

  নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয়। আজ শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে খুন ও খুনের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া। এজন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

  মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে প্রয়াত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ জামাল সেনাবাহিনীর একজন মেধাবী অফিসার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সংস্কৃতিমনা ছিলেন। তিনি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে কেন হত্যা করা হলো? এই খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে।‘

  বিএনপি এই দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায়নি উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা শহরে ত্রাণের নামে ফটোসেশন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের কাজ। এটা রাজনীতির সময় নয়, সবাই মিলে জনগণের পাশে দাঁড়াবার সময়।’ বিএনপিকে মিথ্যার রাজনীতি পরিহার করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে নিয়োজিত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

  মন্ত্রী এসময় শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ দলীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

  সর্বশেষ

  ফ্লোয়েডের সুর

  মারইয়াম মনিকা আজ গিটারে বাজছে জর্জ ফ্লোয়েডের কান্নার সুরকরুণ সুরের মূর্ছনায় আকাশ ফালিফালি করে দিচ্ছে রুগ্ন দিকভ্রষ্ট ক্ষুধার্ত কাক।ঈগলের...

  সৌদি আরবে ফেরার টিকিট পেয়ে খুশি, তবে শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে

  নিউজ ডেস্ক: ‘ফেরার টিকিট পেয়েছি। খুব ভালো লাগছে। শনিবার আমার ফ্লাইট। তবে দুশ্চিন্তাও আছে। করোনা টেস্ট করাতে হবে।’ আজ শুক্রবার বেলা সাড়ে...

  দেশের ৩ বিভাগে শনিবার থেকে ভারী বৃষ্টি, কমবে তাপমাত্রা

  নিউজ ডেস্ক: বৃষ্টি আর বন্যা দুটি একযোগে দেশের উত্তরাঞ্চলে আবারও আঘাত করেছে। কুড়িগ্রাম ও নাটোরসহ উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি...

  শাজাহানপুরে শ্রমিকদলের প্রয়াত দুই নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া

  সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক প্রয়াত মতিউর রহমান মতি ও জেলা রিক্স্রা-ভ্যান শ্রমিকদলের সাবেক...

  শিবগঞ্জে বাড়ির রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, ও মারপিট,

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌরসভার তেঘরি গ্রামে বাড়ির প্রধান চলাচলের রাস্তা বন্ধ করে জবরদখল ও সীমানা প্রাচীর...