36 C
Dhaka
Saturday, September 26, 2020
No menu items!
More

  আত্ম জিজ্ঞাসা

  শফিকুর রহমান আদর

  চোখ বুজলেই খাঁচার পাখি
  যাবে অন্য দুনিয়ায়,
  থাকতে সময় আয় ছুটে সব
  নিজেদের পাপ গুনি আয়।

  ও মেরেছে তার গালে চড়
  সে কেড়েছে জমি,
  তাই না দেখে ভাবছো মিয়া
  তোমার গোনাহ্ কমই?

  অমুক কত মদ খেয়েছে
  সুদ খেয়েছে কত!
  ভাবছো মশাই, “আমি কি আর
  পাপ করেছি তত?”

  গরিবের হক কে মেরেছে
  কে দেয় কারে গালি,
  পরের পাপের হিসাব করো
  নিজের বেলায় খালি?

  অমন ভাবনা আর ভেবো না
  বসে ভাবো একা,
  এমন কত পাপ করেছো
  যায় না চোখে দেখা।

  ঠোঁটের হাসি, মিষ্টি কথায়
  করেছো কত ছলনা,
  অন্যের দোষ বলার আগে
  নিজেরটা ক্যান বল না?

  পাপ করেছো কত তুমি
  লোকচক্ষুর আড়ালে,
  সেইটা গোনো, ফিকির করো
  নির্জনে আর নিরালে।

  তোমার যত গোপন গোনাহ্
  গোপন রাখেন দয়াময়,
  অন্যের পাপ করলে গোপন
  তবেই পাপের ক্ষমা হয়।

  থাকতে সময় এসো সবে
  নিজের পাপের হিসাব লই,
  বন্ধ করি গোনাগুনি
  পরের পাপের হিসাব বই ।

  সর্বশেষ

  অনন্তলোকে “রাহাত খান” পর্ব–৩

  অপর্ণা খান সব লেখকের ঘর এমন হয় কিনা জানি না তবে রাহাত খান ছিল ভীষণ অগোছালো। ঘরের মধ্যে ছড়ানো...

  ডনাল্ড ট্রাম্প– একটি ভয়াবহ দুঃস্বপ্ন

  আবু সাইদ লিপু মানুষ চট করে পরিবর্তিত হয় - এই বাক্যে বিশ্বাস রাখা বিপদজনক। বিশেষ করে, পূর্ণবয়স্ক মানুষ। নিজামুদ্দিন...

  মেহেরপুরের গাংনীর গৃহবধু সালমা স্ত্রীর অধিকার ফিরে পেতে চাই

  মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীর গৃহবধু নির্যাতিতা সালমা স্ত্রীর অধিকার ফিরে পেতে চাই । চার বছর বয়সী শিশু পুত্র সাঈদকে নিয়ে ভালই...

  মুজিবনগরকে আরো আকর্ষণীয় করে তোলা যায় তার ব্যবস্থা করব: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এম পি বলেছেন, মুজিবনগরকে যাতে আরও...

  মেহেরপুরে টি এইচ এফ এর টেলিফিল্ম গিরিঙ্গী মোড়ল এর মহরত ও শুটিং

  মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর টি এইচ এফ এর ছিঁচকে চোর ও টোকাই নাটকের পর শুরু হলো টি এইচ এফ এর টেলিফিল্ম গিরিঙ্গী...