'১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করতে হবে'
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১০:৩০ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কুশিলবদের খুঁজে বের করতে আলাদা তদন্ত কমিশন গঠন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের পরপরই কোনো প্রতিবাদ না হওয়ার পেছনে তৎকালীন নেতৃবৃন্দের ভূমিকা জানতে হবে।
রোববার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন ।
এ সময় তিনি আরও বলেন, আগস্ট ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এর বিচার শুরু করেছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রোবাবর (১৫ আগস্ট) ভোরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপরই সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত