স্বাধীনতার মাসে 'মা' শিরোনামে গান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১৩:০৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:১২

দেশের অন্যতম জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেইজ’। সাড়ে চার মাস পর তারা নতুন গান প্রকাশ করতে যাচ্ছে। স্বাধীনতার এ মাসেই প্রকাশিতব্য গানটির শিরোনাম ‘মা’।

গানটির গীতিকার কবি মুক্তিযোদ্ধা নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ‘ওয়ারফেইজ’। গানটি প্রকাশ করবে রেকর্ড লেবেল- লয় রেকর্ডস।

ব্যান্ড ‘ওয়ারফেইজ’র সদস্যরা বলেন, ‘‘শ্রদ্ধেয় নয়ীম গহর স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন গীতিকবি। তার বহু গান আজও বাঙালির হৃদয়ে মুগ্ধতা ও প্রেরণায় জুড়ে আছে। যেমন- ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’ ইত্যাদি। মা’ গানটা রচিত হয়েছিল স্বাধীনতার আগে, এ গানটি তার সর্বশেষ দেশের কবিতা থেকে আমরা গানে রূপান্তর করেছি।’’

তাদের সম্মিলিত অনুভূতি, ‘আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করছি, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রদ্ধেয় নয়ীম গহরের লেখা গান করতে পেরেছি। সেজন্য আমাদের ব্যান্ডের পক্ষ থেকে তার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদিও তিনি আমাদের মাঝে নেই, তিনি এ গানটি শুনলে আমাদের আরও ভালো লাগত।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত