সেন্সর বোর্ড হতে আনকাট ছাড়পত্র পেল ‘রোহিঙ্গা’

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১১:৩৩ |  আপডেট  : ২৬ নভেম্বর ২০২৪, ০২:২১

সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেল ‘রোহিঙ্গা’। গত ২৭ অক্টোবর সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার ছাড়পত্র হাতে পান পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্মিত গল্পটি আনকাট সেন্সর পাওয়া আমার জন্য সুখবর। সম্মানিত জুরি এবং তথ্য মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ।’

২০১২ সালেই সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ভেবেছিলেন মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের মধ্যে সিনেমাটির শুটিং করবেন। কিন্তু সে সময় কফি আনান রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে গিয়ে বাধার সম্মুখীন হন। সেই ঘটনা দেখে পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন ডায়মন্ড। তিনি বলেন, ‘যেখানে কফি আনানই ঢুকতে পারেননি, সেখানে আমি যাওয়ার কথা চিন্তাই করতে পারি না। চিত্রনাট্য নিয়ে তাই অপেক্ষায় ছিলাম।’

২০১৬ সালে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু হলে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে তারা। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘রোহিঙ্গাদের এই পরিস্থিতি দেখে দেশেই শুটিং শুরু করি। গল্পটাও পরিবর্তন করি। অপেক্ষায় ছিলাম রোহিঙ্গাদের পরবর্তী অবস্থা কী হয়, তা দেখার জন্য। 

কারণ, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা ছিল। পরিস্থিতি বুঝতেই আমরা দেরি করেছি। এমন নয় যে আমাদের কাজ করতে দেরি হয়েছে বা ফেঁসে গিয়েছিলাম।’ কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নাফ নদীর আশপাশে সিনেমাটির শুটিং হয়েছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যা নিয়েই অহিদুজ্জামান ডায়মন্ডের ছবি ‘রোহিঙ্গা’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ। ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ বিষয়ে পরিচালক বলেন, ‘সাবটাইটেল, এডিটিংসহ সিনেমাটির আরও কিছু কাজ বাকি আছে। মুক্তি নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত