শুটিং চলছে নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:১৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৩
বর্তমানে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত নিপুণ। যেটার নাম ‘অপলাপ’। এতে নিপুণের বিপরীতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশানও। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।
নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।
সিনেমাটির গল্প কিছুটা এমন, মনোবিদ অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেন তিনি। অন্যদিকে অর্কর মামার দাবি, কারও চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছেন অর্ক। ফলে মামলায় জটিলতা বাড়ে, গড়ায় আদালত পর্যন্ত।
এদিকে অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করেন, খুনটা অর্ক করেননি। তিনি পুলিশের কাছে গিয়েও এ বিষয়ে জবানবন্দি দিয়ে আসেন। তার কথায় গলে যায় ডিবি অফিসার সাইফ হাসানের মন। তিনি অর্ককে নির্দোষ প্রমাণ করে দেন। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক অপরাধ-রহস্য। সেটা কেমন? জানা যাবে সিনেমাটি মুক্তি পেলে।
আপাতত নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বললেন, “অপলাপ’ মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের টার্গেট, যেন দর্শক সন্দেহ বাতিকতার ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই যেন নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।”
‘অপলাপ’ সিনেমাটির শুটিং ও সম্পাদনা শেষে শিগগিরই মুক্তি পাবে ‘দীপ্ত প্লে’তে। এখানে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা যাবে বিভিন্ন ধরনের কনটেন্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত