শীর্ষ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

  সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:০০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১-২২ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ২৮ ডিসেম্বর ২০২২ ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের কাছে এ পুরস্কার ক্রেস্ট ও ট্যাক্স কার্ড হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াছমিন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মশিউর রহমানসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত