রামপালে এশিয়ান টিভির ১০ম বর্ষে পদার্পণেআলোচনা সভা
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১৪:১২ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬
বাগেরহাটের রামপালে এশিয়ান টিভির দশম বর্ষে পদার্পণ উপলক্ষে রেলী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় রামপাল সরকারি কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ রেবেকা সুলতানার সভাপতিত্বে রেলী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা। প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, মৎস্য সম্পদ কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, প্রভাষক শেখ শাহনেওয়াজ, এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, খৈয়াম হোসেন খিজির, সাংবাদিক লায়লা সুলতানা, রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বলেন এশিয়ান টিভির দশম বর্ষে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ও দর্শকদের চাহিদা পূরণে এশিয়া টিভি সাফল্যের শীর্ষে থাকায় আমরা গর্বিত। এশিয়ান টিভির উত্তরোত্তর সাফল্য অর্জনে আরও এগিয়ে যাক এটা আমাদের কাম্য। আমরা এশিয়ান টিভির প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত