মেট গালায় তারকাদের সাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মে ২০২৩, ১১:৪৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:১৬

সম্প্রতি 'মেট গালার' মঞ্চে জাঁকজমক সন্ধ্যায় মাতলেন হলিউড,বলিউডের তারকারা। এ বছরের মেট গালার থিম ছিল জনপ্রিয় ফ্যাশন আইকন 'কার্ল ল্যাগারফিল্ড' এর প্রতি শ্রদ্ধার্ঘ্য। 'কার্ল ল্যাগারফিল্ড: আ লাইন অফ বিউটি'।

কার্ল লাগেরফেল্ডের পোষা বিড়াল শুপেটের আদলে স্যুট

 তৃতীয়বারের মতো মেট গালায় অংশ নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কালো অফ শোল্ডার স্লিট গাউন আর ভ্যালেন্টিনো গাউনের সঙ্গে তিনি পরেছিলেন অপেরা গ্লাভস, হিরের নেকলেস আর কানের দুল। প্রিয়াঙ্কার সঙ্গে সামঞ্জস্য রেখে নিক জোনাস পরেছিলেন কালো চামড়ার ব্লেজার, সাদা শার্ট, কালো স্ট্রেট ফিট প্যান্ট আর কালো টাই।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে এবারই প্রথম মেট গালার আসরে পাওয়া গেছে। সাদা গাউনে লালগালিচায় স্নিগ্ধতা ছড়িয়েছেন তিনি। গাউনে ছড়ানো আছে এক লাখ মুক্তা। হালকা অলংকার বেছে নিয়েছিলেন আলিয়া, হাতে পরেছিলেন পোশাকের সঙ্গে মানানসই সাদা গ্লাভস।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত