মুন্সীগঞ্জে সালিসী বৈঠকে সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

  কাজী দীপু, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৯:৪১ |  আপডেট  : ২০ মে ২০২৪, ০২:০০

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে বুধবার রাতে সালিসী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র ইমন পাঠান ও সাকিব নামে ২ শিক্ষার্থী  নিহত হয়েছে। গুরুতর আহত পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত আরো কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এ বছর সাকিব মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি ও ইমন এসএসসি পাশ করেছে। 
 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকেএকটি সালিসী বৈঠক বসে। বৈঠক চলাকালে রাত সাড়ে ১১ টার দিকে বাকবিতণ্ডার একপর্যায়ে মিন্টু প্রধান ও জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধারালো ছুরির আঘাতে মিন্টু প্রধান গ্রুপের ইমন পাঠান নিহত হয়। গুরুতর আহত সাকিব ও মিন্টু প্রধানকে ঢাকা পাঠালে সাকিব সেখানে মারা যায়। কি নিয়ে সালিসী বৈঠক তা পরিস্কার করে জানাতে পারেনি পুলিশ। তবে এলাকাবাসীরা বলেছে, ইভটিজিং বা পূর্ব শত্রুতার কোন ঘটনা নিয়ে ছোট পরিসরে সালিসী বৈঠক হয়েছিলো। এই ঘটনায় প্রায় ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত