মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৩:২৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২২:২০
মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানাগেছে, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।
এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
কদিন আগে পবিত্র ওমরাহ পালন শেষে দেশের ফেরার সময় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় নিজ দেশের বিমানবন্দরে গ্রেপ্তার হন মাহি। সন্তানসম্ভবা মাহিকে এভাবে গ্রেপ্তারে গাজীপুর পুলিশ সুপার বেশ সমালোচনায় পড়েন। গ্রেপ্তারের পর দ্রুত আদালতে তোলা হলে তাঁকে কারাগারেও পাঠানো হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে জামিন দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত