মামুনুর রশিদ এবং হিরো আলমকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১৩:৫৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৯
‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ কথাগুলো নাট্যজন মামুনুর রশীদের। সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের উদ্দেশে বলেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে, তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।’
এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে। অনেকে বলেন, 'মামুনুর রশিদ ঠিক কথাই বলেছেন', আবার অনেকে বলেন, 'মামনুর রশিদের এইভাবে কথা বলা ঠিক হয়নি'। তাছাড়া অনেকে বলেন, 'রুচির দূর্ভিক্ষ তো তারাই তৈরি করেছেন, ভাল মানের শিল্প তৈরি না হলে হিরো আলমের উত্থান হবেই'।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত