পঞ্চগড়ে ছাত্রদলকর্মী হত্যার প্রধান আসামী গ্রেফতার
মোঃ কামরুল ইসলাম কামু
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:০১ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭
পঞ্চগড় জেলা শহরে প্রকাশ্যে ছাত্র দলের কর্মী জাবেদ ওমর জয় (১৯) হত্যার প্রধান আসামী আল আমিন ও তার ভাই আকাশকে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬আগস্ট) রাতে তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হলে তাদের
বিচার মোহাম্মদ নুরুজ্জামান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে তাদের চ্রটগ্রামের গোয়াল পাড়া নামক এলাকা থেকে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়।সেখানে তাদের এক বোনের বাসায় আত্মগোপনে ছিলেন দুই ভাই। আল আমিন ও আকাশ পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তি এলাকার
খলিলুর রহমানের ছেলে।
মামলা ও পুলিশ জানায়, গত ৬ আগস্ট পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় রাত নয়টার দিকে প্রকাশ্যে জাবেদ ওমর জয় কে ছুরিকাঘাত করে। এসময় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে রংপুর রেফার করলে পথেই তিনি মারা যায়। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা মামলায় প্রধান আসামী আল আমি ও তার ভাই আকাশ। তাদের শনিবার চট্রগ্রাম থেকে গ্রেফতার করা হয়। নিহত জয় পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্পের বাসিন্দা জহিরুল হকে ছেলে। পঞ্চগড় ব্যারিস্টার
জমির উদ্দীন কলেজজিয়েট ইনস্টিটিউটের এইচ এস সির শিক্ষার্থী।
এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার পর ৮ আগস্ট নিহত জয়ের ভাই আশরাফ আলী বাদী হয়ে সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অজ্ঞাতনামা ও এজাহার ভ’ক্ত ৩ জনকে গ্রেফতার করে। এদিকে পলাতক থাকার ঘটনার ৯ দিনের মাথায় প্রধান আসামী সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশ সুপার মিজানুর রহমানর মুন্সী এ পর্যন্ত ৫ জনের গ্রেফতারের তিনি বলেন হত্যাকান্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।
এছাড়া গ্রেফতার হওয়া আল আমিন ও তার ভাই আকাশকে শনিবার রাত ১১ টার দিকে আদালতে তোলা হয়। পুলিশ সুপার আরো জানান এই মামলায় অপর আসামীদের গ্রেফতারে সার্বত্মক অভিযান অব্যাহত রয়েছে। সর্ব শেষ তথ্য মতে তবে জানা যায়, আদালতে দুই ভাই আল আমিন ও আকাশ হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রধান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত