কারাকর্তৃপক্ষের অবহেলায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির মৃত্যু, দাবি পরিবারের

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬ |  আপডেট  : ২৭ মার্চ ২০২৪, ১৮:১৫

কারাকর্তৃপক্ষের অবহেলায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তার পরিবার। রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২২) রাত ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেসুর রহমান জানান, তিনি এন আই এ্যাক্ট মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৩০ মে আদালত তাকে কারাগারে পাঠায়। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারেক আহম্মেদ বলেন, জেলা কারাগার থেকে একজন রোগি আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পোস্ট মর্টেমের মাধ্যমে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও জানান তিনি। এদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন বলেন, দুপুর থেকেই তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন, তার পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য বলা হলেও কারা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তার মৃত্যু হয়েছে রাত সাড়ে ৮টার দিকে কিন্তু তার পরিবারকে জানানো হয়েছে রাত ১১টার সময় বলেও জানান তিনি। কারা কর্তৃপক্ষের অবহেলার কারনেই তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এসময় তার পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের জন্য দাবি জানানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত