অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’ প্রচারিত হবে এটিএন বাংলায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ১১:১৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬

৬ জানুয়ারি, ২০২৩: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের চিত্র আগের থেকে চোখে পড়ার মতো। সব কিছুতেই এগিয়ে যাচ্ছে দেশ। তবে এখনো অস্থির আছে দেশের পুঁজিবাজার। নীতি নির্ধারণী মহল থেকে সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি থেকে ভালো অবস্থানে যেতে কাজ করে যাচ্ছেন। বিনিয়োগকারীদের আশ্বস্ত করছেন। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার ও পুঁজিবাজারের আরও তথ্য নিয়ে, আপডেট সব খবর নিয়ে-জনপ্রিয় টিভি চ্যালেল এটিএন বাংলায় এবার প্রচারিত হবে -অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ।

আজ রোববার (৮ জানুয়ারি) থেকে প্রতি রবিবার ১১.৪৫ মিনিটে প্রচারিত হবে। টকশো-টি উপস্থাপনা ও পরিচালন করবেন বিজনেজ আই-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম ফয়সাল আহমেদ। টকশোতো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এর সভাপতি ছায়েদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত