36 C
Dhaka
Tuesday, September 29, 2020
No menu items!
More

  ১৮ এপ্রিল সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের না আসার অনুরোধ

  নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগে ২২ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়।

  সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপদফায় উল্লেখ আছে- ‘প্রথম সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।’

  ফলে সাংবিধানিক বাধ্যবাধকতায় একাদশ সংসদের সপ্তম অধিবেশন বসছে ১৮ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, তাই কীভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে অধিবেশন পরিচালনা করা যায় সে বিষয় নিয়ে পর্যালোচনা চলছে।

  এর আগে ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ১৮ এপ্রিল শেষ হচ্ছে ৬০ দিনের সময়সীমা। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। হতে পারে এক বা দুই দিনের অধিবেশন। এরপর যেহেতু জুন মাসে বাজেট অধিবেশন রয়েছে, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন হবে।

  মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ বিটে কর্মরত সব মিডিয়ার সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের সপ্তম (২০২০ সালের ২য়) অধিবেশন ১৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় আহ্বান করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে।

  এ প্রেক্ষাপটে সব সাংবাদিকদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

  সর্বশেষ

  শিশুদের শরীরে উপসর্গ ছাড়াই ৩ সপ্তাহ করোনাভাইরাস!

  নিউজ ডেস্ক: এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্বের মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এই মহামারিতে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বড়দের তুলনায়...

  কারাগারের গেট থেকেই পাপিয়া দেখলেন মায়ের মরদেহ

  নিউজ ডেস্ক: আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে দেখাতে তার মায়ের মরদেহ কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাশিমপুর...

  জয়তু শেখ হাসিনা

  নিতাই চন্দ্র দাস কোন এক শুভ ক্ষণে১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বরে,নিয়েছ জন্ম টুঙ্গিপাড়ার গাঁয়েবঙ্গ মাতার কোল আলো করে।

  প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা যুবলীগের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর...

  বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

  মেহের আমজাদ,মেহেরপুর: কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুজিবনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে ।...