36 C
Dhaka
Wednesday, December 2, 2020
No menu items!
More

  সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরও কঠোর হচ্ছে সরকার। এবার মানুষের চলাচলে সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ থেকে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হওয়া যাবে না। এই সময় বের হলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

  প্রজ্ঞাপনে এই ছুটিকালীন সময়ের দেশের সব মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। বলা হয়েছে, এটিকে অন্যান্য সাধারণ ছুটির মত করে দেখা যাবে না। ছুটির দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। এছাড়া এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া-আসার ব্যাপারেও কঠোরতা আরোপ করা হয়েছে।

  সরকার করোনা মোকাবেলায় শারীরিক দূরত্ব বজায় রাখার স্বার্থে দেশে সাধারণ ছুটি ঘোষণা করলেও বেশিরভাগ মানুষ এই ছুটিকে উৎসবের ছুটির মত করে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এই ছুটির মধ্যেও নানা জায়গায় বিভিন্ন ধরনের জনসমাগম হচ্ছে। অনেক আত্মীয়স্বজনের বাড়ি যাচ্ছেন। অনেক পাড়া মহল্লায় দল বেঁধে আড্ডা দিচ্ছেন। ঠুনকো অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন। এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন। তাতে সাধারণ ছুটির উদ্দেশ্যই ভেস্তে যাচ্ছে। বাড়ছে করোনার আশংকা। এ কারণে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা আরোপ, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া সীমিত করার মত পথ বেছে নিয়েছে।

  সর্বশেষ

  আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের...

  সাংসদ এমিলির সুস্থতার কামনায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল শুক্রবার

  প্রেস রিলিজ"মুন্সিগঞ্জ দুই আসনের মাননীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির করোনা পজিটিভ হইতে দ্রুত আরোগ্য কামনায় আগামী শুক্রবার ৪ ডিসেম্বর বাদ...

  সংসার ভাঙ্গা সহজ,গড়া কঠিন

  এম আর ফারজানা ইদানীং দেখছি সংসার ভাঙ্গার মাত্রা অনেকে বেড়ে গেছে। সামান্যএকটু কিছু হলেই দুজন দুদিকে চলে যাচ্ছে। আসলে...

  অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল-মিটিং নিষিদ্ধ

  নিউজ ডেস্ক: অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

  ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার ভোট (তালিকা)

  নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয়...