36 C
Dhaka
Friday, August 7, 2020
No menu items!
More

  মুজিববর্ষে ৯০ হাজার টি-শার্ট দিলো বিজিএমইএ

  নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উদযাপনে ৯০ হাজার টিশার্ট দিয়েছে পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে এসব টিশার্ট তুলে দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। টি-শার্ট ও পলো টিশার্টগুলো লাল-সবুজ রঙের।

  টিশার্ট হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘করোনাভাইরাসের উৎপাতে এখন আমরা একটু পরাস্ত। মুজিববর্ষের অনুষ্ঠানেও কাটছাঁট হয়েছে। লাল-সবুজের টি শার্টের মধ্য দিয়ে মুজিব ও দেশপ্রেমের প্রতি আমরা উদ্বুদ্ধ হবো। সকলের মধ্যে মুজিব বেঁচে থাকুক।’

  তিনি বলেন, ‘যত সুন্দর সুন্দর পোস্টার, যতোগুলো কাজ হচ্ছে এখানে; সবগুলোর মাঝে যেন আমাদের এই আদর্শটা থাকে। আমরা সকলে বলি আসলে বঙ্গবন্ধুর নাম, আদর্শকে আসলে সেভাবে কতজন ধারণ করি সেটাও ভাবতে হবে।’

  রুবানা হক বলেন, ‘পোশাক খাতে এখন ভীষণ কষ্টের সময় যাচ্ছে, সংগ্রামের সময় যাচ্ছে। আমরা আশা করি, জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা (পোশাক খাত) বেঁচে থাকবো এবং টিকে থাকবো।’

  এসময় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আপনারা (বিজিএমইএ) ৯০ হাজার টি-শার্ট দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসব টিশার্ট পরার কথা ছিল। সেখানে বর্ণাঢ্য পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সারাবিশ্বই এখন উদ্বিগ্ন। সমাবেশে না গিয়ে আমরা এখন অনুষ্ঠানসূচী ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছর জুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। বিভিন্ন অনুষ্ঠানে এসব টিশার্ট বিতরণ করা হবে।’

  সর্বশেষ

  দম্পতি রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত

  বিনোদন ডেস্ক: জনপ্রিয় নাট্যজন দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি...

  কাউনিয়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় পুকুরের পানিতে পড়ে মোঃ আনোয়ার হোসেন (৫) নামের এক শিশুর আজ শুক্রবার দুপুরে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

  গো-খাদ্যের দাম বৃদ্ধিতে কাউনিয়ায় গরুর খামারীদের মাথায় হাত

  সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিায় উপজেলায় গরুর খামারীদের মাথায় হাত, বর্তমানে গো-খাদ্য খরসহ অনান্য থাদ্যর দাম আকাশ ছোঁয়া। করোনার...

  রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত

  নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন। তিনি স্কুল শিক্ষিকাও ছিলেন।বাইসাইকেল চালিয়ে যাওয়ার...

  করোনা কেড়ে নিল আরও ২৭ প্রাণ, নতুন শনাক্ত ২৮৫১

  নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৮৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন...