36 C
Dhaka
Wednesday, October 28, 2020
No menu items!
More

  দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত মোট ৩৩

  নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩। এছাড়া নতুনকরে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩ জনে।

  আজ সোমবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অ্যাপসের মাধ্যমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

  তিনি জানান, দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে এ ভাইরাসে মারা গেছেন মোট তিনজন। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে আরও ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৬২০ জনের। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩। এই ৩৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এর বাইরে আইসোলেশনে আছেন ৫১ জন।

  ডা. ফ্লোরা জানান, নতুন করে আক্রান্ত ৬ জনের একজন স্বাস্থ্যকর্মী। এই নিয়ে দেশে তিনজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আর দেশে যে ৩৩ জন আক্রান্ত হয়েছেন তাদের ১৩ জনই বিদেশ থেকে এসেছেন। এর মধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইউরোপের অন্যান্য দেশে থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন এসেছেন।

  ব্রিফিংয়ের শুরুতে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন ডা. সেব্রিনা ফ্লোরা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনা ভাইরাসে বিশ্বে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ হাজার ৬৫৪ জনে।

  আক্রান্তদের মধ্যে থেকে ৯৮ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হলেও ২ লাখ ১৩ হাজার ৪৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি আরও ১০ হাজার ৫৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

  সর্বশেষ

  অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন দেবাশীষ বিশ্বাস

  নিউজ ডেস্ক: অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ২০১৭ সালে করা একটি প্রতারণার মামলায় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে...

  কাউনিয়ায় উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ এর উদ্বোধান

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় বিজ্ঞান...

  কাউনিয়ায় সমবায়ীদের উদ্বুদ্ধকরণ ও ৪৯তম জাতীয় সমবায় দিবসের প্রস্তুতি সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে কাউনিয়ায় সমবায়ীদের উদ্বুদ্ধকরণ ও ৪৯তম জাতীয় সমবায় দিবসের প্রস্তুতি সভায় বুধবার উপজেলা অডিটরিয়ামে...

  তারাগঞ্জ “উপজেলা সিভিল সোসাইটি ফোরাম” গঠন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ২৮ অক্টোবর ২০২০, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের সভাকক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার...

  ভাঙ্গায় নারীসহ ২ মাদক ব্যবসায়ী আটক; জেল-জরিমানা

  ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি ঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রাম থেকে ১ মহিলাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত...