36 C
Dhaka
Monday, September 28, 2020
No menu items!
More

  দেশে আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন, মৃত্যু ১২৭ জনের

  নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৪ হাজার ১৮৬ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। মোট সুস্থ এখন ১০৮ জন।

  বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

  বুলেটিনে সংযুক্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টার বিস্তারিত তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে মোট ২১টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি নমুনা। এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।’

  তিনি বলেন, ‘যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা এবং সবাই ঢাকার মধ্যে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ জন। ২৩.০৩.২০২০ তারিখে আমাদের আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। একমাস পর আজ ২৩ এপ্রিল একদিনে আক্রান্ত হলো ৪১৪ জন আর মোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। বুঝতেই পারছেন ১ মাসে আক্রান্তের সংখ্যা কতটা বেড়েছে। মোট আক্রান্তের ৮৫ দশমিক ২৬ শতাংশই ঢাকা সিটি ও ঢাকা ডিভিশনের মধ্যে। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ, মহিলা ৩২ শতাংশ।’’

  সর্বশেষ

  আলোচিত বিডিআর বিদ্রোহ হত্যা ও যুদ্ধাপরাধসহ গুরুত্বপূর্ণ মামলায় লড়েছেন মাহবুবে আলম

  নিউজ ডেস্ক: দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চলে গেলেন চিরদিনের জন্য। আইন পেশায়...

  স্পেনের বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উমুক্ত ও ক্রীড়া সামগ্রী প্রদান

  জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ: স্পেনের বার্সেলোনায় স্হানীয় মধুর কেন্টিন রেষ্টুরেন্টে কাসা ই কুইনার স্বত্বাধিকারী ও বার্সেলোনা বিজনেস ক্লাবের সভাপতি রাসেল...

  মাহবুবে আলমের মৃত্যুতে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লার শোক

  নিউজ ডেস্ক: ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী লিংকন মোল্লা অ্যার্টনী জেনারেল এড মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে...

  বিমানের ফ্লাইট বাড়াতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ

  নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ড....

  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বিক্রমপুর শোকে মুহ্যমান

  নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুর সংবাদ বিক্রমপুর এলাকায় পৌঁছাতে এখানে দল - মত নির্বিশেষে মানুষের আহাজারিতে বলে...