36 C
Dhaka
Tuesday, October 20, 2020
No menu items!
More

  ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন: হোয়াইট হাউস

  আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন। শারীরিক পরীক্ষায় তার শরীরে এ ভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছে হোয়াইট হাউস।রোববার (১৫ মার্চ) হোয়াইট হাউসের চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।হোয়াইট হাউসের চিকিৎসক বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত নন। তার শারীরিক পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।’

  গত সপ্তাহে ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও যোগাযোগ প্রধান ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেখানে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোও ছিলেন। তারা ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন। স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল, ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এরপর থেকেই ট্রাম্পের শারীরিক পরীক্ষা নিয়ে কথা উঠেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, ‘আমি কখনোই বলিনি যে, আমি পরীক্ষা করাবো না।’

  এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রচার করলেও তার দাবি, পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। অর্থাৎ, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত নন।

  ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৫৬ জন। এখনো চিকিৎসাধীন ২ হাজার ৮৬১ জন। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

  এদিকে বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনা ভাইরাস। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৩৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজারের মতো। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ৭৬ হাজারের মতো।

  সর্বশেষ

  ঢাবির ভর্তি পরীক্ষা হবে সশরীরে ১০০ নম্বরের, লিখিত ৫০

  নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি চলমান থাকলে বিভাগীয় শহরে পরীক্ষা নেয়া ও পরীক্ষার নম্বর...

  ২ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ

  নিউজ ডেস্ক: দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি...

  সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ৩০ নভেম্বর

  নিউজ ডেস্ক: যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের ব‌হিষ্কৃত সভাপ‌তি ইসমাইল হো‌সেন চৌধুরী সম্রাটের অস্ত্র ও মাদক মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ৩০ নভেম্বর...

  ৬০ হাজার টাকা কয়েন নিয়ে বিপাকে মাগুরার সবজি বিক্রেতা খবির !

  নিউজ ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খাইরুল ইসলাম খবিরের (৪৬) ঘরের মাচায় রয়েছে ৬ মণ কয়েন। যার আর্থিক মূল্য ৬০...

  যুক্তরাষ্ট্রের ‘সেরা নতুন উদ্ভাবক’ বাংলাদেশি বিজ্ঞানী

  নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘সেরা নতুন উদ্ধাবকের’ পুরষ্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক-বিজ্ঞানী মিখাইল আনোয়ার। দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা- এনআইএইচের নিউ ইনোভেটর অ্যাওয়ার্ড বিজয়ীদের...